হা, অতীতে আমাদের সব ছিলো, এখন কিছু নেই।

খ্রীস্টপূর্ব প্রায় 4500 বছর আগে অর্থাৎ আজ থেকে প্রায় 6500 বছর আগে, যখন তথাকথিত সভ্য ইউরোপীয়ানরা অর্ধ-উলঙ্গ হয়ে হরিণ শিকার করতে ব্যস্ত, তখন ভারতে পুরোদমে চলছে বিজ্ঞানচর্চা। সেই সময় ভারত বিজ্ঞান চর্চায় বিশেষ করে মহাকাশ গবেষণায় এক অসাধারণ নজির রেখে যায়। অনেকে ভাবতে পারে 6500 বছর আগে কি আর আবিষ্কার করবে, তাই তো! কিন্তু সেই সময় দাঁড়িয়েও ভারত আবিষ্কার করে প্রথম সুপারনোভা। হা, ঠিক শুনেছেন। গ্রহ বা নক্ষত্র নয় সোজা সুপারনোভা। সুপারনোভাটির নাম ছিলো HB9। কাশ্মীরের শিলালিপিতে বিশ্বের প্রথম সুপারনোভা হিসেবে HB9 এর ছবি পাওয়া যায়। এখন প্রশ্ন হলো কি করে বোঝা গেল ওটা একটা সুপারনোভা? প্রাচীন ভারতীয়রা শুধু সুপারনোভার ছবি নয়, বরং সমগ্র আকাশের ছবি এঁকে, তার সাথে সব নক্ষত্র মন্ডলকেও নির্দেশ করে দেয়। সেই ছবি এতটাই সূক্ষ ছিলো যে, বিজ্ঞানীরা সেই ছবি দেখে অনুমান পর্যন্ত করতে পারেন যে এটা কোন সময়ের আকাশের ছবি। সেই হিসেবে করেই দেখা যায় ছবিতে আঁকা বস্তুটা আসলে একটি সুপারনোভা। এখন কথা হলো এই যে প্রাচীন কালের এত বিজ্ঞানচর্চা কি মানুষ আধপেটা খেয়ে করতো? না, একদম নয়। তৎকালীন ইউরোপীয়রা যখন তীব্র খাদ্য সংকটে ভুগছেন, তখন ভারত খাদ্য উৎপাদনে ছিলো বিশ্বের প্রথম। গাঙ্গেয় উপত্যকা বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ছিলো তখন পৃথিবীর সবথেকে উর্বর জমি গুলোর মধ্যে একটা। আজ ভারত বিশ্ব খাদ্য সূচকে বিশ্বের সব থেকে নিচে থাকলেও, আজ থেকে 6500 বছর আগে এমন সময় ছিলো যখন ভারতে একটা মানুষও অভুক্ত ছিলো না। কোনো অভাব না থাকার জন্যই প্রাচীন ভারতীয়রা বিজ্ঞানচর্চায় সময় দিতে পারতেন। তখন ভারতের বিজ্ঞান ছিলো বিশ্বসেরা।
এখন অনেকে আমাকে প্রাচীনপন্থী ভাবতে পারেন, কিন্তু আমি এই কথা 100 বার বলবো যে, হ্যা অতীতে আমাদের সব ছিলো। বিজ্ঞান, শিক্ষা, শিল্প, ও খাদ্য সব। কিন্তু আজ কি আছে আমাদের? বিভেদের রাজনীতি আমাদের কোথায় এনে দাঁড় করিয়েছে? আজ বিশ্বে আমাদের অবস্থান কি? আগে সারা বিশ্ব থেকে শিক্ষাত্ৰীরা ভারতে পড়তে আসতো, আর এখন? আজ কেন ইউরোপীয়ানরা ভারত থেকে এতো এগিয়ে? দেশ কে ভালবাসি, তাই দেশের উন্নতি চাই। অপদার্থ রাজনৈতিক নেতা ও তাদের পা চাটা সারমেয়দের জন্য দেশের উন্নতি বাধা পাচ্ছে। ভারতের গৌরাবময় অতীতকে ফিরিয়ে আনতে চাই। ভারতকে আবার বিশ্ব সেরা দেখতে চাই।

সুপারনোভা আবিষ্কারের তথ্য সূত্র : Joglekar, H.; Vahia, M. N.; Sule, A. (2011). "Oldest sky-chart with Supernova record (in Kashmir)" (PDF). Purātattva: Journal of the Indian Archaeological Society (41): 207–211. Archived (PDF) from the original on 10 May 2019. Retrieved 29 May 2019.

Credits Suvankar Majumder

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মধ্যবিত্ত

শ্রাদ্ধবাড়ি মানব সমাজের এক কলঙ্কিত অধ্যায়

কাপড় খুলে শরীরে দুবাটি লঙ্কাবাঁটা ঢোকানো হয়েছিল, না না নেহেরু -গান্ধী মোটেই নয়, ওনারা তো ব্রিটিশ পরিবারের অনুগত।ইনি #ননীবালা দেবী।।